মাতৃত্বকালীন ভাতাভোগী হওয়ার শর্ত যোগ্যতা
ক. প্রথম বা দ্বিতীয় গর্ভধারনকালে যে কোন একবার।
খ. বয়স কমপক্ষে ২০ বছর বা উর্ধ্বে।
গ. গ.মোট মাসিক আয় ১৫০০ টাকার নি¤েœ।
ঘ. ঘ.দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন।ঙ
ঙ. কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে।
চ. নিজের বা পরিবারের কোন কৃষি জমি বা মৎস চাষের জন্য পুকুর নাই।
ছ. উপকারভোগী নির্বাচিত সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে।
জ. বর্ণিত শর্তসমূহের মধ্যে ক, খ ও ছ-সহ কমপক্ষে ৫ (পাঁচ) টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তভুক্ত হবে।
মাতৃত্ব ভাতার পরিমাণ জনপ্রতি মাসে ৫০০ টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস