ভিজিডি কার্ড প্রাপ্তির যোগ্যতা
বিধবা/স্বামী পরিত্যক্তা/স্বামী অসুস্থ বা পঙ্গু এবং ২০-৫০ বছরের মধ্যে। প্রকৃত অর্থে ভূমিহীন অর্থাৎ যাদের কোন ভূমি নেই অথবা ০.১৫ একর কম ভূমির মালিক। এই ক্ষেত্রে ভূমিহীন পরিবার অগ্রধিকার পাবে।অতিমাত্রায় খাদ্য নিরাপত্তাহীন অর্থাৎ যে পরিবারের সদস্যরা প্রায়ই খাদ্যের অভাবে প্রতিদিন কোন না কোন বেলায় খাবার খেতে পারে না।
বসতবাড়ির অবস্থা (ঘরের ছাউনি, বেড়া, দরজা, খুটি ও পয়ঃনিষ্কাশন) খুবই নি¤œমানের। যে সব পরিবার দৈনিক অথবা অনিয়মিত দিনমজুর হিসেবে অতি সামান্য জীবিকা নির্বাহ করে এবং সুনির্দিষ্ট কোন আয়ের উৎস নেই। পরিবার প্রধান মহিলা এবং কোন উপার্জনক্ষম পুরুষ সদস্য অথবা অন্য কোন আয়ের উৎস নেই।
জনপ্রতি ৩০কেজি চাল (২৪ মাস, ফেরতযোগ্য মসিক জমা-২০০টাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস