ইউনিয়ন পরিষদ হচ্ছে ইউনিয়ন পর্যায়ে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি পরিষদ যা স্থানীয় ভাবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করে থাকে। সরকারের বিকেন্দ্রিক সংগঠনগুলোর মধ্যে ইউনিয়ন পর্যায়ে গঠিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। স্থানীয় সরকার অধ্যাদেশ ২০০৯ অনুসারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ০১জন, সাধারন সদস্য ০৯ জন (০৯ টি ওয়ার্ড) নারী সদস্য ০৩ জন (নারীদের জন্য সংরক্ষিত ০৩টি আসন থেকে নির্বাচিত) নিয়ে গঠিত এবং অধ্যাদেশ বর্তমান এই পরিষদের মেয়াদকাল হবে ০৫ বছর।
ইউনিয়নের অবস্থানঃ নদীবেষ্টিত দীপ ইউনিয়ন
সাভার উপজেলাধীন ১১নং ইউনিয়ন পরিষদ, উত্তরে-বিরুলিয়া ইউনিয়ন, দক্ষিণে-আমিন বাজার ইউনিয়ন, পশ্চিমে-বনগাঁও ইউনিয়ন এবং পূর্বে মিরপুর-১ বেরিবাধ রাস্তা।
যোগাযোগঃ কাউন্দিয়া ইউনিয়নের চারিদিক নদী বেষ্টিত, এবং এই ইউনিয়নে প্রবেশের গুরুত্বপূর্ণ নৌ ঘাট সমূহঃ
(ক) বেরীবাধ সংলগ্ন-দিয়াবাড়ী ঘাট, বড় বাজার ঘাট।
(খ) আমিন বাজার সংলগ্ন-পাঁচকানী ঘাট।
(গ) বনগাঁও সংলগ্ন-বনগাঁও বোটঘাট।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ঃ
পরিষদ ভবন ঃ (বিট পুলিশ কার্যালয়)
(পুরতান পরিষদ ভবনটি বিট পুলিশের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে)
কাউন্দিয়া কমিউনিটি সেন্টার, নয়াবাজার অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছেঃ
রুমঃ ৫টি, চেয়ারম্যান, ইউপি সচিব, সভাকক্ষ, ষ্টোর রুম এবং নতুন রুমটি ইউপি সদস্যদের জন্য বরাদ্দ হলেও তা হিসাব সহাকারী কাম কম্পিউটার অপারেটর ও উদ্যোক্তা-২জন ব্যবহার করছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস